16 C
Dhaka
Saturday, January 18, 2025

সারার এবারের ঈদ কালেকশনের থিম মুঘল!

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: মুঘল ও আধুনিকতার মিশেলেই সারা’র ঈদ আয়োজনের মোটিফ এবং প্যাটার্ন নির্ধারণ করা হয়েছে। ঈদের পোশাক নিয়ে এসেছে লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা।’ এবারের ঈদ কালেকশনের থিম ‘মুঘল।

মূলত বাংলাদেশের মুঘল সময়কাল এবং বর্তমান আধুনিকতার এক মেলবন্ধনে এবারের সারা’র ঈদ আয়োজন করা হয়েছে। স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারির কাজ, জিওমেট্রিক, ট্র্যাডিশনাল, ফ্লোরাল এমন অনেক কিছুই থাকছে পোশাকের মোটিফ হিসেবে।

পোশাকে ব্যাবহার করা হয়েছে, কটন, ভিসকস, শার্টিন, নেট, ডেনিম টুইল ফেব্রিক্স, জ্যাকার্ড কটন, ডবি কটন, জর্জেট, সিল্ক ইত্যাদি।

আনারকলি, সিঙ্গেল পিস কামিজ, লন থ্রি পিস, আনইস্টিচ লন, এথনিক কুর্তি, ফ্যাশন টপস, কাফতান, শাড়ি এবং ডেনিম এর কালেকশন থাকছে মেয়েদের জন্য।

ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, কাবলি সেট, সিঙ্গেল পিস কাবলি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ফতুয়া, কাতুয়া, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, পায়জামাসহ আরও অনেক কিছু।

পাশাপাশি এক্সক্লুসিভ পাঞ্জাবি থাকছে এবারের সারা’র ঈদের কালেকশনের অন্যতম আকর্ষণ। থাকছে ছেলে শিশু ও মেয়ে শিশুদের বৈচিত্র্যময় পোশাক। 

বর্তমান সময়ে তরুণ প্রজন্মের অনেকেই পশ্চিমা ফ্যাশনের প্রতি ঝুঁকছেন। সেসব তরুণ-তরুণীদের রুচিশীলতাকে কেন্দ্র করে সম্পূর্ণ পশ্চিমা ধাঁচে প্রস্তুত করা হয়েছে সারা লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’র কালেকশন। ডিজাইনের ক্ষেত্রে বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ করা হয়েছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর