16 C
Dhaka
Friday, January 3, 2025

সারাদেশে কঠোর লকডাউন

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আগামী সোমবার (২৮শে জুন) থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউন চলবে।

এ সময়ে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ ও বিজিবি। পাশাপাশি মোতায়েন থাকবে সেনাবাহিনী।

আজ শুক্রবার রাতে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে শনিবার (২৬শে জুন) আরো বিস্তারিত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হবে।

এর আগে প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮শে জুন) থেকে পরবর্তী নির্র্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।

এতে আরও জানানো হয়, এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

জরুরি পণ্যবাহী যান ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু এম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।

জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর