16 C
Dhaka
Saturday, January 18, 2025

সাজেক ভ্যালির সব রিসোর্টে ছাড় ঘোষণা!

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে সাজেক ভ্যালির সব রিসোর্ট ও কটেজের ভাড়া ১৫ শতাংশ ছাড় ঘোষণা করেছে কটেজ মালিক সমিতি।

কটেজ মালিক সমিতি অব সাজেকের সহসভাপতি চাইথোয়াই অং চৌধুরী জয়। তিনি বলেন, বর্ষা মৌসুম উপলক্ষে এবং ঈদের ছুটিতে পরিবার নিয়ে সাজেক ভ্যালি ভ্রমণে উৎসাহ দিতে ঈদের পরদিন থেকে ৩০ জুলাই পর্যন্ত সাজেকের সব রিসোর্ট ও কটেজের ভাড়া ১৫ শতাংশ কম নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। 

সাজেকে বর্ষার সময় পাহাড়ি প্রকৃতি সবুজ হয়ে ওঠে। পাহাড়ের সবুজে ডানা মেলে সাদা-কালো মেঘ। সবুজের বেষ্টনীতে কেবলই বৃষ্টির বড় বড় ফোঁটা দেখা যায়।

ভোরে বৃষ্টি হলে মেঘ ঢুকে পড়ে শোবার ঘর পর্যন্ত। সাজেকের মেঘ কখনও ধরা দেয় সমুদ্রের রূপে। সবুজ উপত্যকা, অপার্থিব সূর্যোদয়, জোসনায় ছড়িয়ে পড়া মেঘের দল, আকাশের মেঘের অনেক রঙ মিলিয়ে সাজেক যেন অন্য এক জনপদ। এক জাদুকরি প্রকৃতির রহস্যঘেরা উপত্যকা। সারা দেশে পর্যটকদের পছন্দের নামও সাজেক।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর