...
Monday, November 18, 2024

সাইকোলজিক্যাল হ্যাক

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: আপনাদের এমন ১০ টি সাইকোলজি সম্পর্কে বলব যা আপনার জীবনের চলার পথে অনেক কাজে আসবে। আপনি আপনার ব্যক্তিগত ও কর্মজীবনে যা মেনে চললে বা প্রয়োগ করলে অনেক লাভবান হবেন। তাহলে চলুন শুরু করি-

১.কাউকে কোনো কাজের জন্য জিজ্ঞেস না করে অনুরোধ করুন।

যেমন ধরুন আপনি কাউকে প্রশ্ন করলেন, আপনি কি আমার এই কাজটি করে দিতে পারবেন?

না এভাবে কখনো প্রশ্ন করবেন না। সরাসরি অনুরোধ করবেন যে, দয়া করে আপনি আমার এই কাজটি করে দেন।দেখবেন তখন আর সে আপনাকে না করতে পারবে না। তাই কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়ার এই সাইকোলজি টা একবার ট্রাই করে দেখবেন অনেক কার্যকারী।

২. ইগনোর কারীর সাথে আই কন্টাক্ট করুন।

যখন আপনি কারো সাথে একটানা কথা বলেন এবং সে আপনার কথায় মনোযোগী না হয় অথাৎ আপনাকে ইগনোর করার চেষ্টা করে।তখন কিছুক্ষণের জন্য কথা থামান। কিন্তু চোখ তার চোখেই রাখবেন।চোখ নামাবেন না। এতে দেখবেন সে ইতস্তত বোধ করবে এবং আবার আপনার কথায় মনোযোগ দিবে।

৩.বক্তৃতা দেয়ার সময় সাথে পানির বোতল রাখুন।

অনেকে আছেন অনেক মানুষ এর সামনে কথা বলতে বা বক্তৃতা দিতে পারেন না।গলা শুকিয়ে যায়,কথা ভুলে যান। তারা সাথে করে একটি পানির বোতল রাখতে পারেন। এতে গলা শুকিয়ে গেলে যেমন পানি পান করতে পারবেন, তেমন পানি খাওয়ার এই বিরতিতে আপনার বক্তৃতা ও মনে করতে পারবেন। তাছারা পানি খাওয়ার ফলে, মুড রিফ্রেশ হবে, নার্ভ শিথিল হবে, আর আপনার বক্তৃতাও ভাল হবে।তাই অবশ্যই যারা স্পিচ দেওয়ার সময় নার্ভাস ফিল করেন তারা এই সাইকোলজি টা ফলো করতে পারেন।

৪.ডি মোটিভেশন কে মোটিভেশন হিসেবে ব্যবহার করুন।

ধরুন আপনি কাউকে দিয়ে আপনার কোনো কাজ করাবেন বা অন্য কেউ তাকে দিয়ে কোনো কাজ করাবে তখন তাকে এভাবে বলবেন “যে তুমি তো এই কাজ পারবেই না”। “তোমার দ্বারা হবে না,ছেড়ে দাও”। তখন দেখবেন তার মনে কাজ টা ভাল এবং সুন্দর ভাবে করে দেয়ার আগ্রহ জাগবে, সেটা জেদ করেই হোক, সে চাইবে কাজ টা করে আপনাকে দেখিয়ে দিতে। আর বুঝিয়ে দিতে চাইবে না সে পেরেছে, আপনি ভুল ছিলেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.