25 C
Dhaka
Friday, November 22, 2024

সহিংতা মুক্ত ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে মনকে শক্ত রাখেন

চাকুরির খবর

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন হোছাইন আকন্দ বলেছেন আগামী ২৬ ডিসেম্বর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে।

নির্বাচনে কোন ধরনের প্রভাব বিস্তার কিংবা অপরাধ করে কেউ পার পাবেনা।

আমরা সদায় সর্তক থাকবো আপনারা যারা নির্বাচনের দায়িত্বে আছেন মনে কোন ধরনের ভয়, কিংবা টেনশন করার দরকার নেই। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে। আপনারা ভয় পাবেনা না।

নির্বাচন নিরপেক্ষ করতে আমরা সকলে কাজ করছি। আমরা রায়পুর, রামগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনের মতো আপনাদের সহযোগীতায় সদর উপজেলার ইউপি নির্বাচন শান্তিপূর্ন করতে চাই।

কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগে আমাদের জানান আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিবো। নির্বাচনের দিন সকাল থেকে সন্ধা পর্যন্ত মাঠে থাকবো আপনাদের পাশে থাকবো।

তিনি ২০ ডিসেম্বর (সোমবার) বিকেলে আসন্ন সদর উপজেলার ১৫ টি ইউপি নির্বাচন উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রিসাইডিং অফিসারদের বিফ্রিং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার ড. এ. এইচ এম কামরুজ্জামান বলেন, ইউপি নির্বাচন শান্তিপূর্ন ভাবে সমপন্ন করতে আমরা তৎপর রয়েছি। আপনারা যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তারা কেন্দ্র বাইরে যেতে পারবেন না।

কোন প্রার্থীর কাছ থেকে খাওয়া, কিংবা কোন ধরনের সুযোগ নেওয়া যাবে না। নির্বাচন পরিবেশ শান্ত ও সুষ্ঠ রাখতে আপনাদের ব্যাপক ভূমিকা রয়েছে।

ভোট কেন্দ্রের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী স্টাইকিং ফোর্স হিসেবে থাকবে পাশাপাশি র‌্যাব, বিজিবি, ভ্রাম্যমান আদালত মাঠে থাকবে আপনাদের যে কোন ধরনের সমস্যা দেখা দিলে আমাদের সহযোগীতা নিবেন।

বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: দুলাল হোসেন হোসেন তালুকদার বলেন, কমিশন ইউপি নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে আয়োজন করছে।

নির্বাচন নিয়ে কোন টেনশন করার দরকার নেই নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ ডান কিংবা বামে তাকানোর সুযোগ নেই।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠারে আরও বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার নাজিম উদ্দিন, সদর উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিক। অনুষ্ঠানে ৫ জন রির্টানিং কর্মকর্তা, ১৮৬ জন প্রিসাইডিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর