26 C
Dhaka
Saturday, January 18, 2025

সরকার কর্তৃক ঘোষিত কঠোর লকডাউন পালন করছে রাঙামাটিবাসী

চাকুরির খবর

রাঙামাটি প্রতিনিধি: করোনার সংক্রমন ঠেকাতে সারা দেশে সরকার কর্তৃক ঘোষিত  কঠোর লকডাউনের প্রথম দিনে পার্বত্য জেলা রাঙামাটিতে সরকারি নির্দেশনা মতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া কোনো প্রকারের ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা হয়নি।

রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও ছিলো তুলনা মূলক কম, সড়ক ও নদী পথে বিশেষ প্রয়োজন ব্যথিত সকল প্রকারের যানবাহন বন্ধ ছিলো।

শহরের রিজার্ভ বাজার, বনরুপা ও তবলছড়ি বাজার গুলো খোলা থাকলেও সামাজিক দূরুত্ব মেনে সবাই কেনাকাটা করে বাসায় ফিরে যাচ্ছে।

প্রয়োজন ছাড়া কেউকে ঘর থেকে বাহির হতে দেখা যাইনি। যে কয়েক জন বাহির হয়েছে তারা সকলেই স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরে প্রয়োজনিয় কাজ সেরে বাসায় ফিরে যেতেও দেখা গেছে।

সব মিলিয়ে বলা চলে দেশ থেকে করোনা ভাইরাসের পাদুর্ভাব কমাতে সকল প্রকারের সরকারি নির্দেশনা মেনে চলছে রাঙামাটিবাসী।

এদিকে, শহরের প্রত্যেকটি পয়েন্টে পুলিশ মোতায়েন সহ এখানকার মানুষকে করোনার ভয়াল ছোবল থেকে রক্ষা করতে কঠোর ভূমিকা পালন করছে জেলা প্রশাসন। 

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন বলেন, সরকার কর্তৃক ঘোষিত ৭ দিন ব্যাপী কঠোর লকডাউনকে কেন্দ্র করে রাঙামাটি শহরে আইন শৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

লকডাউনের সারা পেয়ে অধিকাংশ মানুষ ঘরে অবস্থান করছে। শহরের রাস্ত গুলোতে অপ্রয়োজনে কোনো প্রকারের যান চলাচল করতে আমাদের চোখে পড়েনি এবং যারা বিভিন্ন প্রয়োজনে ঘরের বাহিরে আসছে তারা কিন্তু মাস্ক পড়ে বাহির হতে দেখা গেছে।

সব মিলিয়ে বলা যায় যে রাঙামাটির মানুষ সরকারি নির্দেশনা মেনেই লকডাউন পালন করছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর