লক্ষ্মীপুর প্রতিনিধি: কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক পিআরইডিএফসি প্রকল্পের আওতায় সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা ০৭ মার্চ (সোমবার) জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কোডেক এর প্রকল্প সমন্বয়কারী মোরশেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের আয়োজনে ও মানুষের ফাউন্ডেশনের সহযোগীতায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা সুবাস কুমার সিংহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দিন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কাসেম, কোডের প্রজেক্ট অফিসার মোহাম্মদ হানিফ প্রমুখ।
সভায় বিভিন্ন উপজেলা দপ্তরের কর্মকর্তারা তাদের দপ্তর কর্তৃক বিভিন্ন সরকারী সুবিধা ও সেবা গুলো সম্পর্কে অবহিত করেন। এসময় উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।