26 C
Dhaka
Saturday, January 18, 2025

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ সফটওয়্যারে

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: গভর্নমেন্ট ই-ট্রানজেকশন প্রসেসিং হাব (জিইটিপিএইচ) সফটওয়্যার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন, মুক্তিযোদ্ধা ভাতা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিধবা, বয়স্ক, পঙ্গুত্ব, প্রতিবন্ধী ইত্যাদি ভাতা, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিল, জাতীয় সঞ্চয়পত্রের মুনাফা ও মূলধন, শিক্ষার্থীদের বৃত্তি ও উপবৃত্তির অর্থ ইএফসি-এর মাধ্যমে জিটুজি পদ্ধতিতে সরাসরি স্ব-স্ব হিসাবে জমা করার যাবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সফটওয়্যার উদ্বোধন করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, বাংলাদেশ ব্যাংক সবসময় যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলে।

অটোমেশনের মাধ্যমে ‘সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ’ কর্মসূচিকে আরো বেগবান করতে গভর্নমেন্ট ই-ট্রানজেকশন প্রসেসিং সফটওয়ারটি যুগান্তকারী ভূমিকা রাখবে। 

অনুষ্ঠানের অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তোলার ঘোষণা দেন।

সরকারি বিভিন্ন সেবা স্বল্প সময়ে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়াই হলো ডিজিটাল বাংলাদেশের অন্যতম লক্ষ্য। আগে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ব্যক্তির কাছে পৌঁছাতে ৩-৬ মাস সময় লাগতো। কিন্তু ইএফটির মাধ্যমে এখন তা মুহূর্তে পৌঁছে যাচ্ছে। 

বাংলাদেশ ব্যাংকের নতুন এ সফটওয়্যারটির মাধ্যমে এ সেবা এখন আরো দ্রুততর হবে। এর ফলে সময় যেমন বাঁচবে একই সঙ্গে সরকারের খরচও কমবে।

যেহেতু বাংলাদেশ ব্যাংক সরকারের পেমেন্ট গেটওয়ে, তাই প্রতিষ্ঠানটি অটোমেশন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারের ব্যয় হ্রাস করার কৃতিত্বের অন্যতম দাবিদার বলে তিনি মনে করেন।

ডেপুটি গভর্নর আহমেদ জামাল বলেন, ’৮০-র দশকে কম্পিউটার উপবিভাগের কার্যক্রম শুরু হওয়ার মাধ্যমে ব্যাংকিং এর ডিজিটাল কার্যক্রমের প্রচলন শুরু।

অর্থনৈতিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় এবং অর্থনৈতিক কার্যক্রমের সুচারুভাবে সম্পাদনের জন্য বাংলাদেশ ব্যাংক সবসময় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। নতুন এ সফটওয়্যারের মাধ্যমে ইএফটি কার্যক্রমকে আরো গতিশীল করা সম্ভব হবে। 

বাংলাদেশ ব্যাংক ইনহাউজ সফ্টওয়্যারের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার মধ্য দিয়ে যেমন নিজেদের প্রয়োজন মতো সফটওয়ার তৈরি করছে একই সঙ্গে এর মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় ঘটবে।

এই সফটওয়ারের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হবে বলে মনে করেন তিনি। 

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর