21 C
Dhaka
Sunday, November 24, 2024

সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধশালী দক্ষিণ এশিয়া চান প্রধানমন্ত্রী

চাকুরির খবর

শুক্রবার জাতীয় প্যারেড গ্রাউন্ড চত্বরে দেওয়া ভাষণে তিনি আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রতি গুরুত্বারোপ করেন

আঞ্চলিক সহযোগিতায় গুরুত্ব দিয়ে দক্ষিণ এশিয়াকে বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ড চত্বরে দেওয়া ভাষণে তিনি বলেন, “নিজেদের জনগণের কল্যাণে আমরা  সকলে মিলেমিশে কাজ করলে, বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলগুলোর একটিতে পরিণত হবে দক্ষিণ এশিয়া।”

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে আজ শুক্রবার সকালে ঢাকা এসেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।

সন্ধ্যায় তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বল রুমে বাংলাদেশের প্রধানমন্ত্রী আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভোজ অনুষ্ঠানে যোগ দেবেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর