ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) দেশের অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারীর হাত ধরে ১৯৯৫ সালে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৪ টি অনুষদের আওতায় মোট ১০টি বিভাগ রয়েছে। তার মধ্যে দীর্ঘ ২৬ বছর সাফল্যের সাথে সমাজবিজ্ঞান বিভাগের পাঠ্যদান পরিচালনা করে আসছে বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে এ ইউনিভার্সিটিতে বিদেশী শিক্ষার্থীসহ প্রায় সাত হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করছে।
সম্প্রতি দ্য ওয়ার্ল্ড ইম্প্যার্ক্ট র্যাঙ্গিং-এর এক জরিপে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র্যাঙ্কিংয়ের দিক থেকে ৭ নাম্বার অবস্থানে পৌঁছতে সক্ষম হয়েছে।
ইউনাইটেড ন্যাশনের ‘সাসটেইনবল ডেভেলপমেন্ট গোল’-এর ভিত্তিতে দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্টর্ র্যাঙ্কিং-এ প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালগুলোর মূল্যায়ন করে থাকে। এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার শুরু থেকে সমাজবিজ্ঞান কোসর্টি চালু রয়েছে। সমাজবিজ্ঞান কোর্স বিজ্ঞানভিত্তিক বলে এখানে গুরুত্বসহকারে পাঠদান করানো হয়।
ফলে সমাজবিজ্ঞান বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীরা সাফেল্যের সাথে দেশ-বিদেশে সুনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে।
সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক আব্দুর রহিম মোল্লা বলেন,শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে বর্তমানে সমাজবিজ্ঞান কোর্সের গুরুত্ব অপরিসীম।
এ কোর্সটি গবেষণাধর্মী, গবেষণার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব। তাই এখানকার শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানার্জন করতে সক্ষম হচ্ছে এবং শিক্ষার্থীদের বাস্তবধর্মী পাঠদানের মাধ্যমে একজন দক্ষ নাগরিকে পরিণত করার জন্য সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকমন্ডলী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং শিক্ষার্থীরা যেনো তথ্য ও গবেষণা নির্ভর হয় সেজন্য তাদের সব সময় অনুপ্রাণীত করা হয়।
সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক তাহমীনা খান বলেন, সমাজবিজ্ঞান সমাজের দর্পন এবং গবেষণাভিত্তিক একটি বিষয়।তাই শিক্ষার্থীদের শুধু শিক্ষিত নয় বরং সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে সর্বদা কাজ করছি।
সমাজবিজ্ঞান থেকে পাশ করা শিক্ষার্থীরা সমাজের মানুষ ও পুরো সমাজকে নিয়ে কাজ করে তাই সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের শুধু পাঠ্য পুস্তকের পড়ার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয় না বরং তাদের বাস্তবধর্মী,গবেষণাভিত্তিক ও তথ্যনির্ভর বাস্তবমুখী শিক্ষা দেওয়া হয় যেনো তারা এখান থেকে পাশ করে যাওয়ার পর দেশ এবং জাতির জন্য কাজ করতে পারে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়টিতে সমাজবিজ্ঞান বিভাগে পূর্ণকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান মো:ফজলুল পলাশ,অধ্যাপক জাহান আরা বেগম,সহকারী অধ্যাপক তানজিলা শবনম ও সহকারী অধ্যাপক জামশেদুর রহমান প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শওকত আরা হোসেন বর্তমানে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞানের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, যুগোপযোগী চাহিদার সঙ্গে মিল রেখে এখানে সমাজবিজ্ঞান কোর্স পরিচালিত হয়ে আসছে।
ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি জানান, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েদের উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে ১৯৯৫ সালে এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়।
তাই অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় এখানে টিউশন ফি কম। আমরা টিউশন ফি কম নিলেও লেখাপড়ার মানের দিকে কখনো আপোষ করিনি। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ঢাকার বাড্ডার সাঁতারকূলে স্থাপন করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাস ছাড়াও বনানী ও গ্রিন রোডে দুটি ক্যাম্পাস রয়েছে।
যোগাযোগ : স্থায়ী ক্যাম্পাস, সাঁতারকূল, বাড্ডা। ৬৬, গ্রিন রোড, ঢাকা। ফোন : ০১৯৩৯৮৫১০৬০, ০১৬১১৩৪৮৩৪৪-৮। website:www.diu.ac