22 C
Dhaka
Tuesday, December 3, 2024

সব বিষয় বিবেচনা করেই ব্রিকসে যাওয়ার সিদ্ধান্ত: শেখ হাসিনা

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: দেশে কোনো অস্বস্তিকর পরিবেশ নেই। এককভাবে কারো ওপর নির্ভরশীল থাকতে চায় না দেশ, সব বিষয় বিবেচনা করেই ব্রিকসে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে ভারত কী বলবে তা নিয়ে বাংলাদেশের ওকালতি করতে হবে না।

প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্যের পরিবর্তন সহ্য করতে পারে না, তারাই পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। গণতান্ত্রিক ধারা নষ্ট করতেই ষড়যন্ত্রে মেতেছে একটি মহল।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেবে না আওয়ামী লীগ। দেশে নির্বাচন নিয়ে কোনো অস্বস্তিকর পরিস্থিতি নেই। সঠিক সময়েই সংবিধান মেনে আগামী জাতীয় নির্বাচন হবে।

সুইজারল্যান্ড সফরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডির সঙ্গে সাক্ষাতের কথা লিখিত বক্তব্যে তুলে ধরে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরির জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) প্রতি আহ্বান জানাই।

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তার পরিমাণ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখার ব্যাপারে গুরুত্বারোপ করি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর