অনলাইন ডেস্ক: আগেকার দিনে মা-খালাদের মতে তেলই হল চুলের বৃদ্ধির শেষ কথা। চুলের গোড়ায় যাবতীয় সমস্যা সমাধান করতে পারে এটি।
তবে সত্যিই কি চুলের বেড়ে ওঠাতেই শুধুমাত্র তেলেরই অবদান রয়েছে? অনেকের মতে চুল পরা, খুশকি কিংবা পাকা চুল জাতীয় সমস্যার সমাধান করতে পারে ভালো তেল।
চুলের বৃদ্ধিতে তেলের অবদান যে অংশীকার্য ,এ কথা তো ছোটবেলা থেকেই শুনে আসছে সকলে। তবে অনেকেরই বড়ো হওয়ার সাথে সাথে আগের মতন সেই চুলের সৌন্দর্য আর নেই।
এখনকার দিনে মেয়েরা অনেকেই আবার চুলে তেল দেওয়ার এই বদ্ধমূল ধারনাতে বিশ্বাসী নয়। সেক্ষেত্রে তারা ওই শ্যাম্পুর আগে কিছুক্ষণ তেল দেয়।তবে বিশেষজ্ঞরা কিন্তু অন্য কথা তুলে ধরছে।
তাদের মতে, চুলে তেল দেওয়া অবশ্যই পুষ্টিকর কিন্তু তা কখনই চুলের বৃদ্ধিতে সাহায্য করে না। এমনকি খুশকি দূর করতেও কোনরকম ভাবে সাহায্য করে না শুধুমাত্র তেল।
বিশেষজ্ঞদের মতে, কেউ যদি মনে করে যে শুধুমাত্র তেল দিলেই চুল পরা প্রতিরোধ করা যাবে এবং চুল একেবারে কোমর ছুঈয়ে যাবে; তা একেবারেই ভুল। তেল মাখলে অবশ্যই চুল মসৃণ হয়, কোমল হয় এবং রুক্ষতার মত সমস্যা দূর হয়। কিন্তু কখনোই তা চুলকে অনেক বেশি বৃদ্ধি হতে সাহায্য করে না।
যাদের খুশকির সমস্যা আছে তারা ভাবে যে, চুল রুক্ষ হয়ে গেলেই একমাত্র খুশকি দূর হয় আর এই কারণেই তারা বেশি বেশি পরিমাণে তেল মাখতে শুরু করে।
তবে বিশেষজ্ঞরা বলছে, খুশকি সমস্যা দূর করতে পারে জিঙ্ক পাইরিথিওন শ্যাম্পু কিংবা কেটোকোনাজল শ্যাম্পু। তবে অবশ্যই যে কোন গুরুতর সমস্যাতে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা আবশ্যক।