শেরপুর জেলা পুলিশের অপরাধ শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ আব্দুল ওয়াহিদ বদলি আদেশপ্রাপ্ত হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ প্রশাসন।
আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুর ২টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা।
বিদায়ী এই পুলিশ পরিদর্শককে একজন মেধাবী, চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন বক্তারা। তার নিরলস কর্মনিষ্ঠা, শৃঙ্খলাবোধ এবং দায়িত্ব পালনে নিষ্ঠার ভূয়সী প্রশংসা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব শাহ শিবলী সাদিকসহ শেরপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।
বক্তারা বলেন, “জনাব আব্দুল ওয়াহিদ শুধু একজন দক্ষ কর্মকর্তা নন, বরং মানবিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন একজন পুলিশ সদস্য হিসেবে সকলের প্রিয় হয়ে উঠেছিলেন।”
পরিদর্শক মোঃ আব্দুল ওয়াহিদ তার বক্তব্যে শেরপুর জেলা পুলিশের সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যত কর্মস্থলেও যেন একইভাবে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য সকলের দোয়া কামনা করেন।
অনুষ্ঠান শেষে তাকে স্মারক উপহার প্রদান করা হয় এবং তার ভবিষ্যৎ পেশাগত ও পারিবারিক জীবনে সাফল্য কামনা করে বিদায় জানানো হয়।