26 C
Dhaka
Saturday, January 18, 2025

শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন, শিল্পীদের কালো আইন নিয়ন্ত্রণ করতে পারবে না: ওবায়দুল কাদের

চাকুরির খবর

অনলাইন ডেস্ক:  প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের নাটক থেকে গুণে-মানে, সংলাপে-অভিনয়ে আমাদের নাটক অনেক সমৃদ্ধ। আমাদের শিল্পীরা অনেক বেশি ভালো অভিনয় করেন। আমরা অন্তত একটা কাজ করেছি তা হলো, অভিনয় কেন নিয়ন্ত্রণ করবে? অভিনয় নিয়ন্ত্রণের বিষয় নয়।

এসময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতি উদ্বেগ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের বিভক্ত রাজনীতিতে সেতু তৈরি না হয়ে দেয়াল উঁচু থেকে উঁচু হচ্ছে। এই অলঙ্ঘনীয় দেয়াল ভেঙে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের অস্তিত্বের জন্য জীবনধারায় ও গণতন্ত্র চর্চার জন্য রাজনীতিতে সেতু নির্মাণ আবশ্যক হয়ে উঠেছে।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিমের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন অভিনেতা মামুনুর রশিদ, তারিক আনাম খান, দিলারা জামান, ডলি জহুর, শহিদুল আলম সাচ্চু ও আমিনুল হক চৌধুরী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা শিল্পীদের কালো আইন থেকে মুক্ত করেছি। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন, শিল্পীদের কোনো কালো আইন নিয়ন্ত্রণ করতে পারবে না।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর