বিডিনিউজ ডেস্ক: আওয়ামী লীগ সরকার কখনো কোনো সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্ব করে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, শেখ হাসিনা পাথরের মতো শক্ত, পাহাড়ের মতো সুদৃঢ়। তিনি কারো কথায় কান দেন না। সব ধর্মের, সব মতের মানুষের উন্নয়নে কাজ করছেন তিনি। আমরাও তার সঙ্গে কাজ করছি।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আইয়ূব বখত জগলুল স্মৃতি নক-আউট ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, সম্প্রতি সারাদেশে সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে। এটাকে আমরা ঘৃণা করি। সেসব অপরাধীদে ধরে আইনের আওতায় আনা হবে। আমরা গর্ব করি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা সুনামগঞ্জে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন, আইয়ূব বখত জগলুল স্মৃতি পরিষদের উপদেষ্টা ও সুনামগঞ্জ পৌরসভা মেয়র নাদের বখত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান এমদাদ রেজা চৌধুরী প্রমুখ।