25 C
Dhaka
Friday, November 22, 2024

শেখ হাসিনা দেশে না ফিরলে আ.লীগ কখনও ক্ষমতায় আসতে পারত না: বাহাউদ্দিন নাছিম

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘৩০ বছর আগে জননেত্রী শেখ হাসিনা যদি দেশে না ফিরতেন তবে আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় আসতে পারত না।’

সোমবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাছিম বলেন, ‘শুধু আওয়ামী লীগের ক্ষমতা নয়, ওই সময় শেখ হাসিনা দেশে না ফিরলে বঙ্গবন্ধু হত্যার বিচার কখনো হতো না। যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হতো না। এসব বিচারের রায়ও যদি হতো তাহলে সেটা কখনোই কার্যকর করা সম্ভব হতো না।’

তিনি আরও বলেন, ‘হাসিনা একজন আপসহীন দলের কাণ্ডারি। তিনি দেশের জন্য আপসহীন নেতা। তিনি যুদ্ধাপরাধীর বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। দেশের সবিক উন্নয়ন করে বিশ্ব দরবারে আমাদেরকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘১৯৮১ সালে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পরেও তার দেশে ফেরা সহজ ছিল না।

শেষ সময় জিয়া (জিয়াউর রহমান) তাকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। জীবনের ঝুঁকি নিয়েই দেশের মানুষের জন্য তাকে ফিরতে হয়েছে। এমনকি তিনি দেশে ফিরে নিজের বাড়িতে থাকতে পারেননি। আত্মীয়দের বাসায় পালিয়ে থাকতে হয়েছে।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ অন্যান্য নেতারা।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর