16 C
Dhaka
Saturday, January 18, 2025

শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসায় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র-সরকারপ্রধানরা

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: হাইকমিশনার সাইদা মুনা তাসনিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ‘সম্মান প্রদর্শনের ভঙ্গি’র কথা উল্লেখ করে বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) সবার কাছ থেকে অসাধারণ সম্মান পেয়েছেন।’

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার ঐতিহাসিক রাজ্যাভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিসর ও রুয়ান্ডার প্রেসিডেন্ট ছাড়াও সিয়েরা লিওন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, গাম্বিয়া, নামিবিয়া ও উগান্ডার প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।

এ প্রসঙ্গে হাইকমিশনার বলেন, ‘নেতৃবৃন্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর অব্যাহত নেতৃত্ব এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করেছেন। সবাই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করেছেন।’

বাংলাদেশ কীভাবে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রেখেছে মতবিনিময়কালে বিশ্ব নেতারা তা জানতে চেয়েছেন উল্লেখ হাইকমিশনার বলেন, সিয়েরা লিওনের প্রধানমন্ত্রী ও তার পত্নী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন।

ব্রিফিংয়ে হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সিয়েরা লিওনের প্রধানমন্ত্রী ও তার পত্নীর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আমরা আপনাকে (বাংলাদেশের প্রধানমন্ত্রী) অনুসরণ করছি।’

গত ৪ মে লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্ব নিয়ে আয়োজিত অনুষ্ঠান ছাড়াও জাপানে দ্বিপাক্ষিক সফর করেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা।

লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে শনিবার (৬ মে) রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি সম্পর্কে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর