লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে কোরআন খতম, মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুন) দুপুরে স্থানীয় দারুল কুরআন ইসলামী একাডেমী ও এতিমখানার মিলনায়তনে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোরআন খতম শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এতে ১০১ জন হাফেজ শিক্ষার্থী ছাড়াও যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি ও গণতন্ত্রের মুক্তি দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ বিস্তারিত কর্মসূচি নিয়েছে।
এরই ধারাবাহিকতায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছে যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া।
উল্লেখ, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান শেখ হাসিনা।