অনলাইন ডেস্ক: রাজনীতি আমরা করছি অনেকটা মৃত্যুকে হাতে নিয়েই। জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, শেখ হাসিনাকে বার বার হত্যাচেষ্টা করা হয়েছে, কিন্তু চক্রান্তকারীরা সফল হতে পারেনি।
আমরা জানতাম ওনাকে এত সহজে সামনে এগিয়ে যেতে দেওয়া হবে না। তাই, ষড়যন্ত্রকারীরা সব সময় ষড়যন্ত্র করে যাচ্ছে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি এ দেশে হত্যার রাজনীতি শুরু করেছে।
বুধবার (২৪ আগস্ট) নারী নেত্রীয় আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। বেগম আইভি রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটি সভার আয়োজন করে।
এ দেশের নারীমুক্তি, মানবমুক্তির জন্য আইভী রহমানের যে সংগ্রাম, সেটি বৃথা যাবে না। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার দিন হামলাকারীরা যেকোনো ভাবে শেখ হাসিনাকে শেষ করতে চেয়েছিল।
সেদিন আহতরা যাতে চিকিৎসা সুযোগ না পায়, সে নির্দেশনাও তৎকালীন সরকার দিয়েছিল।