বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হতদরিদ্র দুস্থ ও অসহায় ২ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার চৌড়ঙ্গিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখের ব্যক্তিগত কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি তেল ও ১ কেজি লবণ ও চিনি। এছাড়া খাদ্যসামগ্রী নিতে আসা দুই হাজার নারী-পুরুষের মাঝে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ কামালের ছবি সম্বলিত পোস্টার বিতরণ করা।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ সহ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুস সামাদ বিশ্বাস, স্থানীয় পৌর কাউন্সিলর নাসির শেখ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ কামালের রুহের মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।