অনলাইন ডেস্ক: মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘জীবনে সফল হতে হলে পদে পদে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। মানসিক দৃঢ়তার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’
শুধু ক্লাসে প্রথম হলেই চলবে না, শিক্ষার পাশাপাশি দীক্ষাও অর্জন করতে হবে বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘মানবিক মানুষ হতে হবে। মানুষের বিপদে এগিয়ে যেতে হবে।’
মেয়র আরও বলেন, ‘সুশিক্ষিত হয়ে সত্যিকার মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিজে সম্পৃক্ত হতে হবে। এতে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এর ফলে যেকোনো অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে পারা যায়।’