31 C
Dhaka
Friday, May 2, 2025

শি বনাম ট্রাম্প: বাণিজ্য যুদ্ধ নাকি ‘চিকেন গেম’?

চাকুরির খবর

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের দুই পরাশক্তি-যুক্তরাষ্ট্র ও চীন-এর মধ্যকার চলমান বাণিজ্য উত্তেজনা কেবল অর্থনৈতিক লড়াই নয়, এটি পরিণত হয়েছে নেতৃত্বের অহং ও কৌশলের দ্বন্দ্বে। বিশেষজ্ঞরা এই লড়াইকে ব্যাখ্যা করছেন একটি ‘চিকেন গেম’ হিসেবে, যেখানে উভয় পক্ষই প্রকাশ্যে হার মানতে রাজি নয়, কিন্তু আড়ালে সমঝোতার পথ খুঁজছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দুজনই নিজ নিজ দেশের জনগণের কাছে শক্ত অবস্থানের বার্তা দিতে চাইছেন। কিন্তু বাস্তব পরিস্থিতিতে, বাণিজ্য যুদ্ধের তীব্রতা কমিয়ে পারস্পরিক উপকারী একটি সমাধান খোঁজাই তাদের আসল লক্ষ্য।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক জা ইয়ান চং বলেন, “আমি এমন ধরনের কথাবার্তা প্রত্যাশা করি, কারণ ওয়াশিংটন বা বেইজিং-কেউই চাইবে না যেন মনে হয় তারা নতি স্বীকার করছে।”
তিনি আরও বলেন, “তবে উত্তেজনা প্রশমিত হলে উভয় পক্ষেরই উপকার হবে, তাই সমঝোতায় পৌঁছাতে একটা বড় উৎসাহও আছে।”

অন্যদিকে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ‘চায়না ইন দ্য ওয়ার্ল্ড’ সেন্টারের গবেষক ওয়েন-তি সুং বলেন, “এই পরিস্থিতি অনেকটা দুটো রেস কারের একে অপরের দিকে তেড়ে আসার মতো: যে আগে সরে যাবে, সে দুর্বল প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত হবে।”
তার মতে, আলোচনার সূচনা যে পক্ষ করবে, তাকে “আপোসকারী” মনে করার ঝুঁকি থাকে, যা নেতার রাজনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে।

মি. সুং আরও বলেন, “যে হতাশ বা দুর্বল দেখায়, দর কষাকষির ক্ষমতা তার কমে যায়। এখন উভয় পক্ষই চাইছে যেন প্রতিপক্ষকে আরও মরিয়া মনে হয়।”

এই অবস্থায় প্রশ্ন উঠছে-কে আগে এগোবে? কিংবা তারা কি মধ্যপথে এসে আলোচনায় বসবে, যেখানে উভয়েই মুখরক্ষা করতে পারে?
বিশ্লেষকদের মতে, আলোচনার ভবিষ্যত নির্ভর করছে ‘কে মুখ রক্ষা করে প্রথম হাত বাড়াবে’-এই মনস্তাত্ত্বিক কৌশলের ওপর।

বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় এই উত্তেজনার প্রশমন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। আর সেটি ঘটবে কেবল তখনই, যখন গর্ব ও জেদ নয়, বাস্তবতা ও কৌশল গুরুত্ব পাবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর