...
Wednesday, June 18, 2025

শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানোই বৃক্ষপ্রেমিক বিষ্ণুর শখ

গোপালগঞ্জ প্রতিনিধি | ৪ঠা আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, বুধবার, ২০শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ , বর্ষাকাল, ২৫শে জিলহজ, ১৪৪২ হিজরি

চাকুরির খবর

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৫৩ নং ছিকটীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা প্রজাতির ফুলের ও ঔষধি গাছের চারা রোপণ করলেন বৃক্ষ প্রেমিক বিষ্ণু পদ বিশ্বাস।

৩ আগষ্ট মঙ্গল বার দুপুরে এই গাছের চারা রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার রায়, সকল শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্য মন্ডলী ও এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ। প্রায় প্রতিদিনই কোননা কোন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা লাগিয়ে যাচ্ছেন তিনি।

নিজ উদ্যোগে গোপালগঞ্জ জেলার ৫ টি উপজেলার সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় সারা বছর বিনা মূল্যে গাছের চারা রোপন করে যাচ্ছেন তিনি।

এ পর্যন্ত জেলার প্রায় ৬৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করেছেন বলে জানিয়েছেন বিষ্ণু পদ বিশ্বাস।

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনুপম বিশ্বাস জানান, ২০১৫ সালে আমাদের বিদ্যালয়ে বিষ্ণু পদ বিশ্বাস বিভিন্ন ফল, ফুল ও ঔষধি গাছের চারা রোপন করেন।

এখন গাছগুলো বড় হয়েছে। গাছে গাছে ফল ও ফুল ধরেছে। কৃষ্ণচুড়া ফুলের সৌন্দর্যে শিক্ষক-শিক্ষার্থী ও পথচারীরা বিমোহিত হয়।

তিনি একজন সামাজিক, সংস্কৃতিমনা ব্যক্তি। একাধারে কবি ও সাহিত্যিক। বিভিন্ন স্তরে ভালো মনের মানুষ হিসাবে তার বিশেষ পরিচিতি রয়েছে।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগিয়ে সবুজের সমারোহে গোপালগঞ্জ জেলাকে অপার সৌন্দর্যে ভরিয়ে দিতে চান তিনি। বিষ্ণু বাবুর বাড়ি কাশিয়ানি উপজেলার তালতলা গ্রামে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.