অনলাইন ডেস্ক: বেসরকারি শিক্ষকদের দাবীকৃত শতভাগ উৎসব ভাতার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘বেসরকারি শিক্ষকরা তাদের উৎসবভাতা শতভাগ চান।
আসলে এই বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। সরকারের সক্ষমতারও বিষয় রয়েছে। কাজেই সবকিছু মিলিয়ে বিষয়টি দেখা হচ্ছে কতটুকু করা যায়।’
শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (৮ এপ্রিল) সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।