23 C
Dhaka
Wednesday, March 12, 2025

শান্তিগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চাকুরির খবর

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে সাহাব উদ্দিন (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাহাব উদ্দিন জেলার শান্তিগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে শান্তিগঞ্জ থানাধীন পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজারে একটি গলিতে অভিযান চালানো হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানা পুলিশের একটি টিম এই অভিযান চালায়।  অভিযানের নেতৃত্ব দেন মো: মামুনুর রশীদ। তার সাথে থানার অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

অভিযানে সাহাব উদ্দিনের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ১ হাজার ৩০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাহাব উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল শুক্রবার (২৪ জানুয়ারি) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপারের তাপস রঞ্জন ঘোষ এর সত্যতা নিশ্চিত করেছেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর