16 C
Dhaka
Saturday, January 18, 2025

শাকিবের বলয় থেকে বের হয়ে আলোচিত বুবলী

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: সৈকত নাসির পরিচালিত এ সিনেমাটি কোরবানি ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বুবলী অভিনয় করেন সৈকত নাসির পরিচালিত চলচ্চিত্র ‘তালাশ’ এ। ছবিটিতে তার বিপরীতে ছিলেন নায়ক আদর আজাদ।

ছবিটি বেশ সাড়া ফেলেছিল। এরপর বুবলী অভিনয় করেন সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ এ। গত ঈদে মুক্তি পাওয়া এই ছবিটিও বেশ ভালো ব্যবসা করে। এখন মুক্তির অপেক্ষায় আছে ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো।

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতেই রুপালি পর্দায় অভিষেক হয়েছিল একসময়ের সংবাদ পাঠিকা শবনম বুবলীর। ২০১৬ সালে ‘বসগিরি’ ছবিটিতে একসঙ্গে কাজ করেন এ জুটি।

এরপর ধারাবাহিক এক ডজন ছবিতে বুবলী শুধু শাকিবের বিপরীতেই অভিনয় করেছেন। তাদের সর্বশেষ ছবি ‘লিডার: আমিই বাংলাদেশ’ মুক্তি পেয়েছে গেল ঈদে।

যদিও শাকিবের বলয় থেকে বের হয়ে আলোচিত বুবলী এখন সময়ের ব্যস্ত নায়িকা। শাকিবকে ছাড়া তিনি প্রথম অভিনয় করেছেন ‘ক্যাসিনো’ নামে একটি সিনেমায়। এ সিনেমায় তিনি জুটি বেঁধেছেন নায়ক নিরবের সঙ্গে।

আর ক্যাসিনো নিয়ে আগে থেকেই কিছু বলতে চাই না। শুধু বলব, দর্শক সিনেমাহলে একবার গেলে, আবারও যেতে ইচ্ছা করবে।’ সম্প্রতি এ সিনেমার টিজার প্রকাশ হয়েছে।

এতে পুলিশের ভূমিকায় নিরব যেমন চমক দেখিয়েছেন, তেমনি বুবলীকে দেখা গেল রহস্যময়ী চরিত্রে।

এদিকে ‘প্রহেলিকা’ সিনেমাটির পোস্টার প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। নেটিজেনদের বেশ সমাদর পাচ্ছে পোস্টারটি।

‘প্রহেলিকা’য় বুবলীর চরিত্রের নাম অর্পা। অর্পা শুধু দেখতেই সুন্দর না, মানুষটাও ভীষণ নরম মনের। মুহূর্তেই সে আপন করে নিতে জানে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর