মা হওয়ার পর বেশ মুটিয়ে গিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মোটা হওয়ার কারনে বেশ ট্রোলেরও শিকার হতে হয়েছে এই নায়িকাকে।
তবে গেল কয়েকবছর ধরে অপু বিশ্বাস নিজের ফিগারকে ঠিক রাখতে নিয়মিত জিমে সময় পার করছেন। প্রায় সময়ই জিমে কসরত করার ছবি কিংবা ভিডিও নিজেই প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের উৎসাহ দেন শরীর ফিট রাখার জন্য।
সেই ধারাবাহিকতায় আজ ২৮ জুন সকালে কালো পোশাকে ভিন্ন লুকে কিছু ছবি অপু তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন।
সেখানে অপু বিশ্বাস কালো পোশাকে শরীরী উষ্ণতা ছড়িয়েছেন। যা সাথে সাথে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে অপু বিশ্বাসকে সাধারণত এমন পোশাকে দেখে অভ্যস্ত না তার ভক্তরা।
‘গুড মর্নিং’ ক্যাপশনের ছবিগুলোতে প্রশংসার পাশাপাশি অপুকে নিয়ে নানান মন্তব্য করতেও দেখা যায়। ছবিতে ৩ ঘণ্টায় ৬৮ হাজারেরও বেশি লাইক পড়েছে। মন্তব্য দেখা গেল ১১ হাজারের মতো।
প্রসঙ্গত, অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’এবং ওপার বাংলার সিনেমা ‘শর্টকাট’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
ছায়াছন্দ