17 C
Dhaka
Sunday, January 19, 2025

লক্ষ্মীপুর রায়পুরে ১০ বছরের শিশু হত্যার অভিযোগে স্বামী-স্ত্রী আটক

চাকুরির খবর

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুরে শিশু পপি সাহা (১০) কে হত্যা করার অভিযোগে পাশর্^বর্তী ভাঁড়াটিয়া আখি আক্তার রুমা ও তার স্বামী মো: এমরান হোসেন কে আটক করেছে পুলিশ।

এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী এলাকার ৯নং ওয়ার্ডের নেফাল সাহার বাড়িতে। নিহত শিশু পপি একই বাড়ির প্রবাসী নির্মল সাহার মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রুমা ও এমরান গত দুই মাস থেকে কাসেম হাওলাদার বাড়িত ভাড়া থাকে। পাশ^বর্তী ঘর হওয়ায় ওই শিশু মাঝে মধ্যে রুমাদের ভাড়া ঘরে আসা-যাওয়া করতো।

ঘটনার দিন বৃহস্পতিবার সকাল থেকেই পপিকে খুঁজে পাচ্ছেনা স্বজনরা। আশে-পাশে খোঁজা-খুজির পর দুপুরে ভাড়াটিয়া রুমার ঘরের খাটের নিচে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে জানালে তারা এসে মরদেহ নিয়ে যায়।

রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রুমা ও তার স্বামী এমরানকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর