লক্ষ্মীপুরের রায়পুরে একজনের পক্ষে মারামারি করতে গিয়ে ১১ জন যুবক পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। রোববার বিকালে উপজেলার উত্তর কেরোয়া গ্রামের সুনামগঞ্জ বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
সোমবার (৭ জুন) দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল।
গ্রেফতারকৃতরা হলো, উত্তর কেরোয়া গ্রামের মোঃ সবুজ, সোনাপুর গ্রামের রাশেদ, মোঃ আমজাদ, আলভি আহমেদ, রাকিব হোসেন, মোঃ রাজন, মোঃ জিসান, মোঃ রুবেল, মোঃ ইব্রাহীম, দক্ষিণ রায়পুরের আমির হোসেন ও চর আবাবিলের মোঃ সোহেল।
বয়সে এরা সকলেই ১৮-২৫ বছরের যুবক। তবে স্থানীয়দের বেশীর ভাগ কিশোর গ্যাং সদস্য।
রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক রিয়াজ উদ্দিন বলেন, শনিবার তুচ্ছ ঘটনায় কেরোয়ার মোঃ সবুজ ও মোঃ সফিক মিয়ার মধ্যে হাতাহাতি হয়।
এ ঘটনার প্রতিশোধ নিতে রোববার বিকালে গ্রেফতারকৃত সবুজ তার সাথে ১০ যুবককে সাথে নিয়ে সফিকের উপর হামলার চেষ্টা চালায়।
উত্তেজনাকর পরিস্থিতির মুখে গ্রামবাসী সফিককে রক্ষা করে। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে সবুজসহ ওই ১০জনকে গ্রেফতার করে নিয়ে আসে।