লক্ষ্মীপুর প্রতিনিধি: নিবন্ধিত স্বেচ্ছাসেবী ৩৭ টি মহিলা সমিতির মাঝে মোট ১২ লাখ ৩০ হাজার টাকা অনুদানের চেক বিতরনী লক্ষ্মীপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ০৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-ই আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুলতানা জোবেদা খানম, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা প্রমুখ। এর আগে ঢাকা থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুদানের চেক বিতরনী শুভ উদ্বোধন ঘোষণা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রনালয়ের সচিব মো: সায়েদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব।