32 C
Dhaka
Friday, April 4, 2025

লক্ষ্মীপুরে ২ দিনব্যাপি তথ্য মেলার আয়োজন

চাকুরির খবর


লক্ষ্মীপুর প্রতিনিধি: দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই এমন স্লোগান কে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে ২ দিন ব্যাপি তথ্য মেলার আয়োজন করা হয়। ২২ জানুয়ারী (বুধবার) সকালে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শেষ হয়। পরে সামাদ মাঠে আয়োজিত ফিতা কেটে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

পরে আলোচনা সভার আয়োজন করা হয়। সচেতন নাগরিক কমিটি সনাক ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপরিচালক মো: জসীম উদ্দিন।

সনাকের জেলা শাখার সভাপতি প্রফেসর জেড এম ফারুকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  পুলিশ সুপার আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা, টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কো-অর্ডিনেটর জসিম উদ্দিন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক হুমায়ুন কবির, সনাকের সহ-সভাপতি আবুল মোবারক ভূঁইয়া, খোদেজা খাতুন, সনাক সদস্য প্রফেসর রফিকুল ইসলাম প্রমুখ।

আগামীকাল ২৩ জানুয়ারী বৃহস্পতিবার এ মেলা শেষ হবে। মেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের ১০০ টি স্টল পরির্দন করা হয়।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর