19 C
Dhaka
Sunday, January 19, 2025

লক্ষ্মীপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

চাকুরির খবর

লক্ষ্মীপুর প্রতিনিধি: ২৫ মার্চ (বৃহস্পতিবার) গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এ. এইচ. এম কামরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, আবুল বাশার বশির, মো: সামছুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আজ সেই ভয়াল ও বীভৎস কালরাতের স্মৃতিবাহী ২৫ মার্চ। মানবসভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। বাঙালি জাতির ইতিহাসে এক নৃশংস, ভয়ঙ্কর ও বিভীষিকাময় কালরাত।

স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং একুশে ফেব্রুয়ারির মতোই ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর ঘটানো গণহত্যাকাণ্ডের দিনটি জাতীয়ভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

স্বাধীনতার প্রায় ৪৭ বছর পর ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব পাস হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মূম ভাবে নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর