লক্ষ্মীপুর প্রতিনিধি: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের রমণির বাজারের একটি দোকান থেকে একটি দেশীয় পাইপ গান ও ১২ বোর কার্তুজ উদ্ধার করে। অপর দিকে পৃথক অভিযানে একই এলাকার দক্ষিণ অভিরামপুর গ্রাম থেকে ১৫০ পিছ ইয়াবা উদ্ধার করে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় মো: নুর ইসলাম লিটন (৩৫) নামে একজন কে আটক করে। সেই একই এলাকার আবদুল মালেকের পুত্র এবং ইয়াবাসহ মো: ফয়সাল আমিন নামে অপর একজন কে আটক করে। সেই একই এলাকার মৃত ফকির আবদুল মন্নানের পুত্র।
এ ব্যাপারে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক খন্দকার মোঃ শামীম হোসেন শনিবার সকালে সাংবাদিকদের জানান, রমনির হাট নামক বাজারের “মায়ের দোয়া” নামক গার্মেন্টস দোকান ঘরের ভিতর অভিযান পরিচালনা করে মোঃ নুর ইসলাম লিটন (৩৭), নামক ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেন। ০১টি দেশীয় তৈরি পাইপ গান, ১২ বোর কার্তুজ, উদ্ধার করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে দক্ষিণ অভিরামপুর গ্রাম থেকে ১৫০ পিছ ইয়াবাসহ মো: ফয়সাল আমিন নামে একজন কে আটক করে।
পরে পৃথক ২ টি অভিযানের ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করে। আটককৃত ২ জনতে গ্রেফতার দেখিয়ে পুলিশের সহযোগীতায় দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে জানান তিনি।