23 C
Dhaka
Friday, November 22, 2024

লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে ১১ জুয়াড়ি গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি | ৮ই আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, রবিবার, ২৪শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ , বর্ষাকাল, ২৯শে জিলহজ, ১৪৪২ হিজরি

চাকুরির খবর

লক্ষ্মীপুরে অবৈধ জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে ১১ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

এসময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন, জুয়া খেলার সরঞ্জামাদিসহ নগদ ৩ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়েছে। র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার খন্দকার মোঃ শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- মোঃ হিফজুর রহমান ফয়সাল (৩৫), মোঃ জীবন হোসেন (২০), মোঃ সুফিয়ান (২৫), আবুল কালাম (৫৬), মোঃ আলমগীর (৪০), মোঃ রাজু (৩৫), মোঃ মফিজ (৫৫), মোঃ আবদুল ছত্তার (৫৩), মোঃ শাহ আলম (৫৪), মোঃ সৌরভ হোসেন মুরাদ (২৯), আবুল কালাম (৪০)। গ্রেফতারকৃত সবাই লক্ষ্মীপুর পৌর শহরের শাখাড়ীপাড়া ও পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, শুক্রবার রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাখাড়ীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ বিশেষ আভিযানিক দল অবৈধ জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করেন।

এসময় শাখাড়ীপাড়া জনৈক লিটনের বাউন্ডারী দেখা খালী মাঠে অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ২ সেট প্লেইং কার্ড (তাস) ও জুয়ার নগদ ৩ হাজার ২৪০ টাকা, এবং ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতদের গ্রেফতার দেখিয়ে পুলিশের সহযোগীতায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানায় র‌্যাব।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর