16 C
Dhaka
Sunday, January 19, 2025

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা বায়েজীদ ভৃঁইয়ার আয়োজনে আলোচনা সভা: মাহফিল: খাবার বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি | ১৫ই আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, রবিবার, ৩১শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ , বর্ষাকাল, ৭ই মহর্‌রম, ১৪৪৩ হিজরি

চাকুরির খবর

লক্ষ্মীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও তৈরি খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরে কেরোয়া ইউপি প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।

কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের দিকনির্দেশনা ও পরামর্শে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এসব আয়োজন করা হয়।

করোনায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন, কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম মাষ্টার, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

এর আগে জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহত সকল সদস্যের আত্মার মাগফেরাত করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর