লক্ষ্মীপুর প্রতিনিধি: ভোক্তা–অধিকার ক্ষুন্ন হলে অধিদপ্তরে প্রতিকার মেলে, লঙ্খিত হলে ভোক্তা অধিকার, অভিযোগ করলেই পাবেন প্রতিকার এমন স্লোগান কে সঙ্গে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার ৩০ নভেম্বর (মঙ্গলবার) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরই আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: আবদুল গফফার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: তোহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহের নিগার।
বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা শাখা সহকারী পরিচালক নুর হোসেন,চেম্বার অব কমার্স জেলা শাখার সহসভাপতি শংকর মজুুমদার, জাকির হোসেন ভৃঁইয়া প্রমুখ।
এসময় জেলা পর্যায়ে গঠিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়।