ধূমপান ও তামাকজাত দ্রব্য বর্জন করুন সুস্থ থাকুন এমন স্লোগান কে সঙ্গে নিয়ে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শেষ হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া পারভীন,অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মতিন প্রমুখ।
এসময় বক্তারা জটিল ও কঠিন রোগ থেকে এবং স্বাস্থ্য ভালো রাখতে সব ধরনের তামাকজাত পন্য বর্জন করার জন্য উপস্থিত সচেতন হওয়ার জন্য আহবান জানান।