লক্ষ্মীপুর প্রতিনিধি: মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ, বাড়াই বন এমন স্লোগান কে সঙ্গে নিয়ে ২২ মার্চ (সোমবার) সকালে লক্ষ্মীপুর সহকারী বন সংরক্ষক কার্যালয়ের প্রাঙ্গণে সামাজিক বনায়নের উপকার ভোগীদের মাঝে লভ্যাংশ চেক বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর সহকারী বন সংরক্ষক মো: ফিরোজ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।
উপস্থিত ছিলেন, এসএফএনটিসি ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন ভৌমিক, লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্য্য নির্বাহী কমিটির সদস্য মো: রবিউল ইসলাম খান, মো: সামছল আরফিন, মো: শহিদুল ইসলাম, এছাক মৃধা প্রমুখ।
পরে প্রধান অতিথি ১৯০ জন সুফলভোগীর মাঝে ১৫ লাখ ৫৭ হাজার ৬৯ টাকা চেক তুলে দেন।