24 C
Dhaka
Sunday, January 19, 2025

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ফুটপাতে, আহত ১০

চাকুরির খবর

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আজাদ এক্সক্লুসিভ নামীয় একটি যাত্রীবাহী বাস ফুটপাতে উঠে গেছে। এতে শিশু, পথচারী ও অপেক্ষমান ছোট যানবাহনে থাকা অন্তত ১০ জন মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ২ টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের তোরাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে আব্দুল গফুর নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা আজাদ এক্সক্লুসিভ নামীয় একটি লোকাল বাস ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিয়ে ফুটপাতে ঢুকে পড়ে।

এসময় একটি প্রাইভেটকার ও মটর সাইকেল ক্ষতিগ্রস্থ হয়। এতে পথচারীসহ অন্তত ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।

অপর আহতরা হলেন, সিএনজি যাত্রী শিশু মো. রাজু, মো. কাউছার, মো. মানিক, জাহিদুল ইসলাম নিহাদ ও ও পথচারী মো. ফারুকসহ ১০ জন।

কমলনগর থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, দূর্ঘটনাকবলিত বাসটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর