লক্ষ্মীপুর প্রতিনিধি: জমি অধিগ্রহনের ক্ষেত্রে নকশা বাতিলের দাবী করে রাস্তার দুই পাশ সমন্বয় করে প্রকল্প বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে লক্ষ্মীপুর বণিক সমিতির সদস্যরা। ১৭ নভেম্বর বুধবার সকাল ১০ টা থেকে ১১.০০ পর্যন্ত শহরের চকবাজার এই কর্মসূচি পালন করা হয়।
এসময় ব্যবসায়ীরা বলেন, লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী হতে বাজার হয়ে দক্ষিণ তেমুহনী পর্যন্ত সংযোগ সড়ক প্রকল্পের নামে ব্যাক্তি ও গোষ্ঠীর স্বার্থে জমি অধিগৃহীত হচ্ছে।
বর্তমান নকশা বাতিল করে রাস্তার দুই পাশ সমন্বয় করে প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকার ও প্রশাসনের কাছে দাবী জানান তারা।
এসময় বক্তারা অভিযোগ করে আরও বলেন, বাজার সড়ক প্রশস্তকরণ প্রকল্প বাস্তবায়নে পৌরসভা থেকে দক্ষিণ তেমুহনী পর্যন্ত সড়কের পূর্ব পাশে যেখানে ২২ ফুট অধিগ্রহণ করা হয়েছে।
সেখানে পশ্চিম পাশে মাত্র ২ ফিট অধিগ্রহণ করা হয়। এতে ১৭৭ জন ব্যবসায়ী ও ভূমির মালিকদের অপূরনীয় ক্ষতি হবে। ব্যবসায়ীদের স্বার্থে বনিক সমিতির সাথে সমন্বয় করে দুই পাশে সমানতালে অধিগ্রহনের দাবী তাদের।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ সাধারণ সম্পাদক হাফিজ উল্যাহ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক ফারুক হোসেন প্রমুখ। এসময় বাজারের ব্যবসায়ীবৃন্দ উক্ত কর্মসূচিতে অংশ গ্রহন করেন।