লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের পালেহাট এলাকায় ট্রাকের চাপায় ফাহমিদা আক্তার ও সানজিদা আক্তার নামে ২ স্কুলছাত্রী নিহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা একে অপরের মামাতো ও ফুফাতো বোন।
ফাহমিদা রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও সানজিদা আরিফুর রহমানের মেয়ে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফুর রহমান লক্ষ্মীপুর শহরে বাসা ভাড়া থাকেন শনিবার সকালে পারিবারিক কাজে মটরসাইকেল যোগে মেয়ে সানজিদা ও ভাগ্নে ফাহমিদা কে নিয়ে বাড়ি যাওয়ার পথে পালেরহাট এলাকায় পোঁছলে হঠাৎ মটরসাইকেল পিছন থেকে রাস্তা পড়ে যায়।
সানজিদা লক্ষ্মীপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী এবং ফাহমিদা ঢাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এ বছর এসএসসি পরীক্ষার্থী।
এসময় রামগঞ্জ থেকে আসা একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। চালক আরিফুর রহমান অক্ষত থাকলেও তার মেয়ে ও ভাগ্নে ট্রাক চাপায় ঘটনারস্থলে নিহত হয়। পরে স্থানীয় জনতা সড়ক অবরোধ করে রাখে।
ঘটনারস্থলের একটু দূরে ওই ট্রাক ও চালককে আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনারস্থলে গেলে ট্রাক চালককে পুলিশের হাতে তুলে দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, পুলিশ ঘটনারস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।