19 C
Dhaka
Sunday, January 19, 2025

লক্ষ্মীপুরে টিকা পেতে নিবন্ধন করতে বিদেশগামীদের টিটিসিতে ভিড়

লক্ষ্মীপুর প্রতিনিধি

চাকুরির খবর

গত ৪ দিন ধরে বিদেশগামী কর্মীদের সুরক্ষার অ্যাপে রেজিষ্ট্রেশনের জন্য লক্ষ্মীপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে প্রচন্ড ভিড় দেখা গেছে। এতে সামাজিক দৃরত্ব ও স্বাস্থ্য বিধি মানা হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে।

টিকা নিতে আগত লোকজন জানান, নির্ধারিত সময়ে বিদেশে যেতে না পারলে তারা বড় ধরনের ক্ষতিগ্রন্থ হবেন।

এ দিকে কেন্দ্র জেলা শহর থেকে ৪ কি: মি: দূরে হওয়ার কারনে বিদেশগামীদের ভোগান্তি বেড়েছে। অনেকে চলমান কঠোর লকডাউনে পায়ে হেঁটে আসতে হয়েছে।

প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয় না থাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় নির্দেশে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামীদের টিকা গ্রহনের জন্য নিবন্ধন চলছে।

শুক্রবার সকাল থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে অযথা ভিড় কমানোর জন্য জেলার ৫ টি উপজেলা বিদেশগামীদের আসার জন্য তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবুও অনেকে না জেনে প্রতিদিন কেন্দ্রে এসে ভিড় করছে বলে জানা গেছে।

তবে সৌদি ও কুয়েতগামীদের অগ্রাধিকার ভিত্তিতে নিবন্ধন করার জন্য মন্ত্রনালয়ের নির্দেশনা রয়েছে। গত ৪ দিনে লক্ষ্মীপুরে ৪১০ জন নিবন্ধন করা হয়েছে। নিবন্ধন চলমান রয়েছে।

সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহর কসবা গ্রাম থেকে আসা জামাল হোসেন, শাহ আলম জানান, সকাল নয়টার দিকে কেন্দ্রে এসেছি। অনেক কষ্ট করে ৩ গুণ ভাড়া দিয়ে এখানে আসতে হয়েছে।

শুক্রবার সকালে আসার পর সার্ভার জটিলতার কারনে নিবন্ধন হয়নি। পরে আবার রোববার এসে নিবন্ধন করেছি।

লক্ষ্মীপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন আহমেদ বলেন, শুক্রবার সকাল থেকে নিবন্ধন কাজ শুরু করা হয়েছ।

কিন্তু সার্ভার সমস্যা দেখা দেওয়ার কারনে ১ম দিনে শতাধিক বিদেশগামীকে ফেরত দেওয়া হয়েছে। (শুক্রবার-সোমবার) পর্যন্ত ৪ দিনে মোট ৪১০ বিদেশগামী রেজিষ্ট্রেশন সমপন্ন করেছে।

তিনি বিদেশগামীদের পাসপোট ফটোকপি, এনআইডি, ছবি সহ প্রতিদিন সকাল ৯ টা থেকে ৪ মধ্যে প্রশিক্ষণ কেন্দ্রে আসার জন্য অনুরোধ জানান ।

উল্লেখ যে, সৌদি আরব ও কুয়েত নতুন ভিসা, ছুটি নিয়ে দেশে অভিবাসীরা যেতে চাইলে ভ্যাকসিন ফাইজার টিকা দিয়ে সনদ নিয়ে যেতে হবে।

কিন্তু টিকার নিবন্ধন সাময়িক বন্ধ থাকায় সরকার বিদেশগামীদের নাম নিবন্ধন করে টিকার দেওয়ার জন্য প্রস্ততি গ্রহন করে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর