21 C
Dhaka
Saturday, November 23, 2024

লক্ষ্মীপুরে জেলেদের অধিকার নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা

চাকুরির খবর

লক্ষ্মীপুর প্রতিনিধি: জেলেদের অধিকার নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা ২৬ সেপ্টেম্বর (রোববার) সকালে কোডেক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: আবুল কাসেম, উপজেলা সমাজ সেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী মো: মনোয়ার হোসেন, প্রকল্প সমন্বয়কারী মোরশেদা বেগম, প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন) সফি উল্যা মজুমদার, প্রজেক্ট অফিসার মো: হানিফ প্রমুখ।

কর্মশালায় জেলেরা মেঘনা নদীতে মাছ ধরতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, বাদ পড়া জেলেদের নিবন্ধন ও আইডি কার্ড প্রদানসহ বিভিন্ন দাবী উথাপন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিল্লাল হোসেন তার পক্ষ যতটুকু সম্ভব দাবী বাস্তবায়নে সহযোগীতা আশ্বাস দেন এবং নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য উপস্থিত জেলেদের প্রতি আহবান জানান। এসময় প্রায় ২৫ জেলে কর্মশালায় উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর