16 C
Dhaka
Sunday, January 19, 2025

লক্ষ্মীপুরে জেলা সমাজ সেবার সহকারী পরিচালককে বিদায়ী সংবর্ধনা, নবাগতদের বরণ

চাকুরির খবর

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নজরুল ইসলাম পাটোয়ারীর পদোন্নতি জনিত কারনে বিদায় সংবর্ধনা ও নব যোগদানকৃতদের বরণ ও সম্প্রতি ৩ কর্মচারীর মৃত্যুর ঘটনায় দোয়া অনুষ্ঠান ৩১ আগষ্ঠ (মঙ্গলবার) বিকেলে শহর সমাজ সেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সমাজ সেবা অফিসার্স এসোসিয়েশন ও কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবার উপ-পরিচালক মো: নুরুল ইসলাম পাটওয়ারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদায়ী অতিথি সহকারী পরিচালক মো: নজরুল ইসলাম পাটোয়ারী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (সদর) মুহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (রায়পুর) মো: শরীফ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (রামগঞ্জ) আনোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (কমলনগর) মাসুদ তালুকদার, শহর সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল আজিজ মাহবুব।

বক্তব্য রাখেন, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রির্সোস টিচার বশির আহমদ পাটোয়ারী, জেলা সমাজ সেবা কার্যালয়ের রেজিষ্ট্রেশন কর্মকর্তা বোরহান উদ্দিন ভৃঁইয়া, সমাজ সেবা অফিসার্স এসোসিয়েশন ও কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মো: সালাহ উদ্দিন ভৃঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন সমাজকর্মী মো: মনোয়ার হোসেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ জেলা সমাজ সেবার কার্যালয়ের সহকারী পরিচালক ও বর্তমানে পদোন্নতিপ্রাপ্ত নোয়াখালী সমাজ সেবার উপ-পরিচালক মো: নজরুল ইসলাম পাটোয়ারী কে সম্মাননা হিসেবে ক্রেষ্ট প্রদান করেন এবং সদ্য যোগদানকৃত সমাজ সেবার কর্মচারী ইমরান চৌধুরী, মো: ছরোয়ার হোসাইন, মো: সোহেল খন্দকার, মেহেদী হাসান, নাজমা আক্তার, আহাদ আহমেদ শাকিল কে ফুল দিয়ে বরণ করে নেন ।

এ ছাড়া সম্প্রতি কর্মচারী আবদুল শহিদ, মো: মনির হোসেন, মো: তোফায়েল আহমদ এর মৃত্যুতে তাদের আত্নার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজ সেবার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর