লক্ষ্মীপুর প্রতিনিধি: নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি, হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্য সম্মত, এমন স্লোগান কে সঙ্গে নিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ০৩ নভেম্বর (বুধবার) সকালে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত র্যালি জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাস চন্দ্র দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা: আবদুল গফফার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরই আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহের নিগার, এনএসআই লক্ষ্মীপুরের উপ-পরিচালক বশির আহমদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জসীম উদ্দীন আহাম্মদ প্রমুখ।
এর আগে কালেক্টর ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা ও হাত ধোয়া নিয়ম শেখানো হয় শিক্ষার্থীদের। এসময় জনস্বাস্থ্য অধিপ্তরের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।