26 C
Dhaka
Saturday, January 18, 2025

লক্ষ্মীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

চাকুরির খবর

লক্ষ্মীপুর প্রতিনিধি: বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে জাতীয় সমবায় দিবস-২০২১ পালিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম উদ্ভোধন করেন সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলমের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, জেলা সমবায় কর্মকর্তা মো. সালমান ইকবাল, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ জাকির হোসেন ।

বক্তরা বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের প্রত্যেকটি গ্রামে সমবায় সমিতি গড়ে তুলবেন। এর মাধ্যমেই তিনি গ্রামীণ সুপ্ত প্রতিভা তুলে আনতে চেয়েছিলেন। দরিদ্র মানুষের অবস্থার উন্নয়নের পাশাপাশি নিজেদের উন্নয়ন করে সমবায় সমিতি। এর জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন।

জানা গেছে, লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় ১ হাজার ৯৮২টি সমবায় সমিতি রয়েছে। এর অধীনে ৯০ হাজার ৯০৫ জন সদস্য রয়েছেন। এসময় বিভিন্ন নিবন্ধীত সমিতির সমবায়বৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর