25 C
Dhaka
Saturday, January 18, 2025

লক্ষ্মীপুরে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

চাকুরির খবর

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ভবাণীগঞ্জে মো. মোহন (১৫) কে সন্ত্রাসীরা হত্যা করে তার অটোরিকসাটি ছিনতাই করেছে করেছে।
সোমবার (২২ নভেম্বর) ১১টার দিকে পুলিশ ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের একটি খালপাড় থেকে তার মৃতদেহটি উদ্ধার করে। মোহন পাশর্^বর্তী তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহরকসবা গ্রামের আলাউদ্দিনের পুত্র।

স্থানীয়রা জানায়, সকালে একটি খালপাড়ে লোকজন মোহনের মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মোহন তার প্রতিবেশী শামছুলের অটোরিকসা ভাড়ায় চালাতো।

মোহনের মা খুকি বেগম সাংবাদিকদের জানান, তার পুত্র অটোরিকসা চালিয়ে প্রতিরাতে রাতে বাড়ি ফিরে যেত। কিন্তু রবিবার রাতে সে আর বাড়িয়ে ফিরে যায়নি। সকালে তার মৃতদেহ পাওয়ার খবর স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন। তিনি অভিযোগ করেন কেউ তার ছেলের অটোরিকসা ছিনিয়ে নিতে তাকে হত্যা করেছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মোহনকে হত্যা করে তার অটোরিকসাটি ছিনিয়ে নেওয়া হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের পর হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর