লক্ষ্মীপুর প্রতিনিধি: মুজিবর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দূর্যোগ প্রস্তুতি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ১৩ অক্টোবর (বুধবার) আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা জেলা ত্রাণ ও পুনবার্সন অধিদপ্তরের আয়োজনে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-ই আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফার, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন।
বক্তব্য রাখেন, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা একে এম ফয়সাল, জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক লিটন আহমেদ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী, জেলা রেড ক্রিসেন্ট ইউনিট অফিসার নাসরিন আক্তার, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি জাকির হোসেন ভৃঁইয়া আজাদ, সাংবাদিক মো: রবিউল ইসলাম খান প্রমুখ।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের উদ্যোগে কালেক্টর ভবন প্রাঙ্গণে দূর্যোগ মহড়া প্রর্দশন করা হয়।