26 C
Dhaka
Saturday, January 18, 2025

লক্ষ্মীপুরে অসহায়, দুস্থ রোগীদের সেবার মান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

চাকুরির খবর

লক্ষ্মীপুর প্রতিনিধি: রোগী কল্যাণ সমিতির মাধ্যমে দু:স্থ, অসহায় রোগীদের সেবার মান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ০৮ জুন (বুধবার) বিকেলে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

হাসপাতাল সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এবং জেলা সিভিল সার্জন ডা: আহাম্মদ কবিরের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবার উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী, হাসপাতাল সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মাহবুবুর রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন, শিশু রোগ বিশেষজ্ঞ ডা: মোরশেদ আলম হিরু, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যা প্রমুখ। এসময় রোগী কল্যাণ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় অসহায় দুস্থ ও গরীব রোগীদের সেবান মান বৃদ্ধি করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। পাশাপাশি রোগী কল্যাণ সমিতিকে আরও কার্যকর ও গতিশীল করতে কমিটি পুনরায় গঠনসহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর