16 C
Dhaka
Sunday, January 19, 2025

লক্ষ্মীপুরের বশিকপুরে আ’লীগ নেতা কে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি | ৬ই আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২২শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ , বর্ষাকাল, ২৭শে জিলহজ, ১৪৪২ হিজরি

চাকুরির খবর

লক্ষ্মীপুরে হারুনুর রশিদ ওরফে কসাই হারুন (৫২) নামে স্থানীয় এক আওয়ামীলীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে ঢাকায় নেয়ার পথে কুমিল্লার দাউদকান্দি এলাকায় তাঁর মৃত্যু হয়।

এর আগে গতকাল বুধবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেহধর্মপুর গ্রামের বটের পুকুর পাড় এলাকায় দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড় ভাই নুরে আলম।

নিহত হারুন ফতেহধর্মপুর গ্রামের হোসেন ব্যাপারীর ছেলে ও স্থানীয় পোদ্দারবাজারের মাংস ব্যবসায়ী ছিলেন। এছাড়া তিনি বশিকপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন।

স্থানীয় লোকজন জানান, বুধবার রাতে হারুন তার বাড়ির পাশে বটের পুকুর পাড় সংলগ্ন একটি চা দোকানে বসে ছিলেন। রাত প্রায় সাড়ে ৯টার দিকে ৫-৬ জন দুর্বৃত্ত একটি সিএনজি অটোরিকশাযোগে এসে হারুনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহতবস্থায় হারুনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

এদিকে খবর পেয়ে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন হাসপাতালে হারুনকে দেখতে আসেন।

সদর হাসপাতালের চিকিৎসক রেজাউল করিম মাসুম জানান, রাত সাড়ে ৯টার দিকে গুরুতর জখম অবস্থায় হারুন নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়।

তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হানুনের শরীরের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

পুলিশ সুপার ড. এ.এইচ.এম কামরুজ্জামান বলেন, এ ঘটনার সাথে যেই জড়িত হোক না কেন তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা হবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর